শুক্রবার, ১০ মে, ২০২৪, ঢাকা

দেশেই হবে এমআরসিপি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

দেশেই হবে এমআরসিপি পরীক্ষা

যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিসিয়ান্স মেম্বারশিপের (এমআরসিপি) ব্যবহারিক পরীক্ষা এখন থেকে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশে পরীক্ষার কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞদের মাধ্যমে সংশ্লিষ্ট ১৪ জন অধ্যাপককে নিয়ে শনিবার (২৭ এপ্রিল) থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মেম্বারশিপ অব রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স (এমআরসিপি) অত্যন্ত মর্যাদাপূর্ণ পরীক্ষা। ২০১২ সাল থেকে এ দেশের চিকিৎসকেরা লিখিত পরীক্ষা এ দেশেই দেন। কিন্তু ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কোনো উপযুক্ত কেন্দ্র এ দেশে ছিল না। এ দেশের চিকিৎসকেরা এমআরসিপির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে যান।


বিজ্ঞাপন


রয়েল কলেজ অব ফিজিশিয়ান্সের আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক কাজী তারিকুল ইসলাম বলেন, আমাদের দেশের পরীক্ষার্থীদের বিদেশে গিয়ে পরীক্ষা দিতে কয়েক লাখ টাকা খরচ হতো। যাওয়া–আসা, থাকা–খাওয়ার নানা খরচ। বিশেষ করে নারী পরীক্ষার্থীদের সঙ্গে স্বামী বা কোনো অভিভাবক যাওয়ার দরকার পড়ত। এসব কারণে অনেকে পরীক্ষায় অংশ নিতেন না। দেশে কেন্দ্র হওয়ার মধ্য দিয়ে এই সমস্যার অবসান ঘটবে।

এদিকে কেন্দ্র হিসেবে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারকে বেছে নেওয়ার কথা জানানো হয়েছে। হাসপাতালটি কেন বেছে নেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান্সের প্রতিনিধিরা বলেন, এমআরসিপি ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রের মান যুক্তরাজ্য, ভারতসহ সব স্থানে একই হতে হবে। এভারকেয়ার ছাড়া বাংলাদেশে এমন মানসম্পন্ন হাসপাতাল একটিও নেই। ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালের পরিবেশ পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত নয়। ভবিষ্যতে উপযুক্ত হাসপাতাল পাওয়া গেলে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শনিবার ও রোববার বাংলাদেশের ১৪ জন অধ্যাপককে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরা। এই ১৪ জন অধ্যাপক বিসিপিএসের সদস্য। অধ্যাপকদের প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার মহড়া হবে।

প্রকৃত ব্যবহারিক পরীক্ষা কবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জানানো হয়, আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হওয়ার সুযোগ আছে। ওই পরীক্ষায় ৯০ জন চিকিৎসক অংশ নিতে পারবেন।


বিজ্ঞাপন


যুক্তরাজ্য ছাড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরে এমআরসিপি পরীক্ষার কেন্দ্র আছে। ভারতে কেন্দ্র আছে ১০টি।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিসিয়ানসের প্রতিনিধি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিডিএস) প্রতিনিধি, এভারকেয়ার হাসপাতালের কর্মকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর