রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আয়ানের মতো মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

আয়ানের মতো মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউনাইডেট মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সী শিশু আয়ান আহমেদ। দেশের স্বাস্থ্যখাতে এ ধরনের ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এ অবস্থায় আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে তদন্ত করার নিদর্শনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা জানান। 


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যপারে তদন্ত করতে প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী বলেন, আমার কিচ্ছু চাওয়া নেই। আমি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবো। দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্ট্যাফসহ সবার সহযোগিতা চাই।

এ সময় রোগীদের চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়া রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে চিকিৎসক নার্সদের প্রতি আহ্বান জানান ডা. সামন্ত লাল সেন।

এর আগে সচিবালয়ে শিশু আয়ানের পরিবারের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু দুঃখজনক। এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না। আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর