রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সুন্নতে খতনা করানো শিশু মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিশুর পরিবারের সদস্যরা। অপচিকিৎসা ও হত্যার অভিযোগ করে হাসপাতালটির দুই চিকিৎসক ডা. সাইদ সাব্বির আহম্মেদ ও ডা. তাসনুভা মাহজাবিনসহ দায়ী সকলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে অংশ নিয়ে আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি এখন শুধু তার হত্যার বিচার চাই। আমি ডা. সাব্বির ও তাসনুভার সর্বোচ্চ শাস্তি চাই। এ ঘটনা যেন ধামাচাপা না পড়ে যায় তার নিশ্চয়তা নাই। দায়ী চিকিৎসকদের পাশাপাশি আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চাই।
মুগদা মেডিকেল কালেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের শুনানি প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের বক্তব্য শুনেছেন। সকল বক্তব্য শুনে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আমরা গতকাল (বুধবার) লিখিত অভিযোগ করেছি। এতে ডা. সাব্বির ও তাসনুভাকে আসামি করা হয়েছে। এছাড়া আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) যাবো। মানবাধিকার কমিশনেও আমরা অভিযোগ দেব।
বিজ্ঞাপন
এ সময় ইতোমধ্যে মানবাধিকার কমিশন ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে উল্লেখ করলে, তারা এ বিষয়ে অবগত নন বলে জানান।
আয়ানের দাদা আব্দুস সালাম কবির বলেন, আমরা এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা আমাদের নাতিকে হারিয়েছি। এরপরেও আমাদের নানা হুমকি ধমকি দেওয়া হচ্ছে।
শিশুটির স্বজন জসীম উদ্দিন বলেন, খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু কখনই কাম্য না। আজ আমার নাতি মারা গেছে। অন্য কোনোদিন হয়তো আরও কেউ মারা যাবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে দায়ী চিকিৎসকদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা ডা. সাইদ সাব্বির আহম্মেদ ও ডা. তাসনুভা মাহজাবিনসহ দায়ী সকলের কঠোর শাস্তি চাই।
এ সময় মানববন্ধনে আংশ নেওয়া ব্যক্তিরা আয়ান হত্যার বিচারের দাবিতে নানা প্লে কার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন।
এমএইচ/এএস

