মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদে ১০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

দ্বাদশ জাতীয় সংসদে ১০ চিকিৎসক
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে সাবেক আমলা-পুলিশের শীর্ষ কর্মকর্তা, ক্রীড়া ও বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে শামিল হয়েছিলের বেশ কয়েকজন চিকিৎসক। এর মধ্যে দলীয় চূড়ান্ত তালিকায় স্থান হয়েছিল ১৩ জন চিকিৎসকের। তবে বিজয়ের দেখা পেয়েছেন ১০ চিকিৎসক।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে এই চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভোট যোদ্ধে বিজয়ীরা হলেন, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কুমিল্লা-৭ আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ডা. আ  ফ ম রুহুল হক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, যশোর-২ আসনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, মেহেরপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর এবং বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু ও নাটোর-৪ আসনে ডা. সিদ্দিকুর রহমানও জয় পেয়েছেন।

তবে পরাজিত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন, ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, টাঙ্গাইল-৩ আসনে বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খাঁন এবং হবিগঞ্জ-১ আসনে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী।

এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর