রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনা বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেননি: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনা বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেননি: বিএসএমএমইউ উপাচার্য

শেখ হাসিনার নেতৃত্ব একাত্তরের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়নি বলে মন্তব্য করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে।  বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলার সাহস দেখাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের দোয়া নিয়ে তিনি বর্তমান বাংলাদেশ সমুদ্র, পাতাল, এমনকি মহাকাশও জয় করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেননি।


বিজ্ঞাপন


শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, শহীদদের যথাযথ সম্মান ও তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই আসুন জাতীয় নির্বাচনে সকলেই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.  একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর