দেশের ১৪ জন প্রথিতযশা চিকিৎসককে তাদের স্ব স্ব ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো ২০২৩ আয়োজকের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত ১৪ জন চিকিৎসকদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ড. সামন্ত লাল সেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রক্টর ও অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান দুলাল, এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষ ১০০ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত অধ্যাপক ড. আভা হোসেন ও বাংলাদেশে অস্থি মজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপনের পথপ্রদর্শক অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ খান।
বিজ্ঞাপন
বিএসএমএমএমইউর নিউরোসার্জারি বিভাগের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল্লাহ, বিএসএমএমইউর প্রজনন এন্ডোক্রিনোলজি এবং বন্ধ্যাত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন ফাতিমা, ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স প্রতিষ্ঠা অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ ও জুনটিক রোগ ব্যবস্থাপনায় অধ্যাপক ড. এম এ ফইজ।
আরও পড়ুন: শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, চিকিৎসা কী?
এছাড়াও মেডিকেল শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক ড. খন্দকার মানজারে শামীম, জনস্বাস্থ্যে অবদানের জন্য অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অর্থপেডিক্সে অধ্যাপক ড. আমজাদ হোসাইন এবং ক্যানসার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. এম এ হাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন সভাপতিত্ব করেন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক খলিলুর রহমান ও বিহার ইউনিভার্সিটি কমিশনের (ইন্ডিয়া) অধ্যাপক ড. রাজ বর্ধন আজাদ প্রমুখ।
বিজ্ঞাপন
এর আগে ২৮ সেপ্টেম্বর বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে তিন দিনব্যাপী শুরু বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩। এর দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবেই চিকিৎসকদের জন্য এই সম্মাননার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।
সংশ্লিষ্টরা জানান, এই এক্সপো বিভিন্ন দেশের হাসপাতাল ও মেডিকেল প্রযুক্তি এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ তৈরি করবে। একইসঙ্গে পারস্পরিক প্রযুক্তি বিনিময়েরও সুযোগ তৈরি হবে।
এমএইচ/এইউ

