সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএসএমএমইউকে ডায়ালাইসিস মেশিন দান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

BSMMU
বিএসএমএমইউর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পক্ষে ডায়ালাইসিস মেশিন গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অন্যরা। ছবি: ঢাকা মেইল

‘রোগীর সাহায্যে বাড়িয়ে দিই হাত’ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগকে একটি ডায়ালাইসিস মেশিন দান করেছেন বিশিষ্ট সমাজসেবক শাহীন সিদ্দিক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পক্ষে ওই ডায়ালাইসিস মেশিন গ্রহণ করেন।


বিজ্ঞাপন


পরে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, বিশিষ্ট সমাজসেবক শাহীন সিদ্দিকের মতো যদি অন্যরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসেন, তাহলে সাধারণ রোগীরা অনেক উপকৃত হবেন। দান একটি মহৎ কর্ম। ভালো কাজের জন্য কোনো দানই বৃথা যায় না।

BSMMU

এ সময় যাদের সামর্থ্য রয়েছে তাদের এ ধরনের সুন্দর কাজে বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডায়ালাইসিস মেশিন গ্রহণকালে অন্যদের মধ্যে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামন খান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স অ্যান্ড প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর