সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্যামলীর ডিপিআরসি হাসপাতালে তালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

শ্যামলীর ডিপিআরসি হাসপাতালে তালা
শ্যামলী রিং রোডের ডিপিআরসি হাসপাতাল ।

নানা অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলী রিং রোডের ডিপিআরসি হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর‌। হাসপাতালটিতে চিকিৎসক না হয়েও চিকিৎসা দিয়ে আসছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শফিউল্লাহ প্রধান। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. হাবিবুল আহসান তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল পরিদর্শন শেষে হাসপাতালটি বন্ধ করে দেন।


বিজ্ঞাপন


অভিযান দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন- উপপরিচালক ডা. শেখ দাউদ আদনান, সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. সালেহিসহ আরও তিন অতিরিক্ত পরিচালক। 

DPRC_1
ডিপিআরসি হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের অভিযান।

অভিযানে অংশ নেওয়া স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ফিজিওথেরাপিস্ট শফিউল্লাহ চিকিৎসক না হয়েও চিকিৎসকের পরিচয় ও চিকিৎসা দিয়ে আসছিলেন। নিজের নামের পাশে সহযোগী অধ্যাপক পদও ব্যবহার করতেন তিনি। তবে এর সাপেক্ষে বিএমডিসির কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি। উম্মুক্ত বিশ্বিবদ্যালয় থেকে করা বিভিন্ন ডিগ্রির সনদ দেখালেও সেগুলো দিয়ে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। এমনকি বিভিন্ন চিকিৎসকের অজান্তেই তাদের নাম ব্যবহার করে রোগী ভর্তি করানো হচ্ছিল। রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা না থাকলেও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ২০ শয্যার কথা বলে তার চেয়েও অনেক বেশি রোগী ভর্তি করছিল।

এ বিষয়ে অধিদফতরের মেডিকেল অফিসার ডা. সালেহিন গণমাধ্যমকে বলেন, এমবিবিএস না করে এমনকি বিএমডিসির অনুমোদন ছাড়া নিজের নামে পাশে চিকিৎসক পদ ব্যবহার করে আসছেন শফিউল্লাহ নামের ওই ব্যক্তি। এমনকি চিকিৎসাও দিচ্ছেন। যা গুরুতর অপরাধ। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে এবং ল্যাবে যে ধরনের পরীক্ষা করা হচ্ছিল ওই পরিসরে তা করার কথা নয়। এজন্য যে ধরনের অবকাঠামো দরকার, তা তাদের নেই। সঙ্গে অপ্রয়োজনীয় পরীক্ষা হতো প্রচুর। প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে ভুক্তভোগী হয়েছেন এমন রোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সত্যতা পাওয়ায় মৌখিক নির্দেশনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল লিখিতভাবে দেওয়া হবে।


বিজ্ঞাপন


DPRC_2
চিকিৎসক না হয়েও চিকিৎসা দিয়ে আসা প্রতিষ্ঠানটির পরিচালক শফিউল্লাহ প্রধান।

এটি নিয়মিত অভিযানের অংশ জানিয়ে তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে এ অভিযান চলমান রয়েছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে ঢাকার বাইরে জোরালোভাবে হলেও লোকবল সংকটসহ নানা কারণে গতবারের মতো একযোগে করা যাচ্ছে না। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো অভিযোগ পেলেই আমরা যাচ্ছি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে নামার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। পরদিন ১৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট দুই হাজার ৪৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে অধিদফতর। এসব অভিযানে নানা অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ১৬৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসময় মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকা  জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর