সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএসএমএমইউতে অভিযোগ ও প্রতিকার বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

বিএসএমএমইউতে অভিযোগ ও প্রতিকার বিষয়ক সভা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বি ব্লক কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিএসএমএমইউর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি রয়েছে। এর আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ইউজিসির নির্দেশনা অনুযায়ী সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিযোগগুলো প্রতিকারের ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। এপিএ কমিটিসহ শুদ্ধাচার, ই-গভর্ন্যান্স, সেবা প্রদান, তথ্য অধিকার কর্মপরিকল্পনা কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

এপিএ কমিটির সভাপতি অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন— বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ডা. তারিক রেজা আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর