সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলাদা হলো পেট-বুক জোড়া লাগা দুই শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

আলাদা হলো পেট-বুক জোড়া লাগা দুই শিশু

পেটে ও বুকে জোড়া লাগানো ৭৮ দিন বয়সী আবু বকর ও ওমর ফারুক নামের দুজন শিশুর দেহে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার করা হয়।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসক দল আবু বকর ও ওমর ফারুকের নানান পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার সকাল সাড়ে আটটায় তাদের শরীরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। এ অস্ত্রোপচারে শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনের নেতৃত্বে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডা. কে.এম. সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. উম্মে হাবিবা দিলশান মুনমুন এবং নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, এনেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক এবং নার্সিং ইনচার্জ মেহেরুন্নেসাসহ অন্যান্য চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

আবু বকর ও ওমর ফারুকের লিভার ও বুকের হাড় সংযুক্ত ছিল। বর্তমানে তাদের পোস্ট অপারেটিভে দুইজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশুদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত সংকটমুক্ত। তাদের মা-বাবা ও বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
এর আগে সকাল সাড়ে আটটায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশুদের দেখতে যান। এ সময় তিনি অস্ত্রোপচারের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল, শিশু দুজনের মা-বাবার সঙ্গে দেখা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে শিশু দুইটির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক শহর আলী খানের মেয়ে চায়না বেগম এবং তার স্বামী আল আমিন শেখের ঘরে চলতি বছর ৪ জুলাই পেটে জোড়া লাগা দুজন নবজাতক জন্মগ্রহণ করে। এরপর তাদের শরীরে জটিলতা দেখা দিলে ৫ জুলাই তাদেরকে বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম জাহিদ হোসেনের অধীনে ২০১ নং কেবিনে ভর্তি করা হয়। পেটে জোড়া লাগানো যমজ এ নবজাতকের চিকিৎসার সকল দায়িত্বভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর