রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যেভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

যেভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে

ডায়াবেটিস মেলাইটাস বা বহুমূত্র রোগ দেশের গণস্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক। এটি হরমোন সংশ্লিষ্ট বিপাক জনিত রোগ। যেকোনো সময়, যেকোনো বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে।

কীভাবে বুঝবেন ডায়াবেটিস হয়েছে
বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই ডায়াবেটিস রোগটি ঝুঁকিপূর্ণ রোগীর শরীরে থাকতে পারে। তবে ডায়াবেটিস হলে সাধারণত কিছু ক্ল্যাসিক লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। এগুলো হলো:


বিজ্ঞাপন


  • ঘন ঘন প্রস্রাব হওয়া 
  • খুব বেশি পিপাসা লাগা
  • বেশি ক্ষুধা পাওয়া
  • যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া
  • ক্লান্তি ও দুর্বলতা বোধ করা
  • ক্ষত শুকাতে দেরি হওয়া
  • খোশ-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া
  • চোখে ঝাপসা বা কম দেখা

কারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন?

নারী পুরুষ নির্বিশেষে

  • যারা শারীরিক পরিশ্রম করেন না অথবা পরিশ্রমে অক্ষম 
  • যাদের পরিবারের রক্ত সম্পর্কিত নিকট আত্মীয় ডায়াবেটিসে আক্রান্ত
  • এশীয় বংশোদ্ভূত (যেমন: বাংলাদেশি, ভারতীয়, চাইনিজ)যাদের মস্তিষ্কের রক্তনালীর রোগের (স্ট্রোক) ইতিহাস রয়েছে 
  • যারা উচ্চ রক্তচাপ আক্রান্ত (১৪০/৯০ mm Hg) বা উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসাধীন
  • যারা প্রি-ডায়াবেটিস আক্রান্ত; অর্থাৎ হিমোগ্লোবিন এ১সি ৫.৭% অথবা IGT এবং IFG রয়েছে 
  • যাদের রক্তে এইচ ডি এল কোলেস্টেরল <৩৫ mg/dl অথবা ট্রাইগ্লিসারাইড >১৫০ mg/dl
  • যারা অতিরিক্ত স্থূলকায় এবং যাদের দেহে ইন্সুলিন রেজিস্ট্যান্সের অন্যান্য লক্ষণ রয়েছে

শুধুমাত্র নারীদের ক্ষেত্রে

  • যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ইতিহাস রয়েছে
  • যেসব নারী Polycystic ovary syndrome এ আক্রান্ত 
  • যাদের অতিরিক্ত ওজনের শিশু (Macrosomia) জন্মদানের ইতিহাস আছে

সূত্র: এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর