দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার বৃষ্টি ও বন্যার কারণে ডেঙ্গুর প্রকোপ বেশি জানিয়ে তা ধীরে ধীরে কমে আসবে বলে আশার কথা জানিয়েছেন মন্ত্রী।
রোববার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, এবছর বন্যা ও বৃষ্টি বেশি থাকায় মশা বেড়েছে। মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। এখন পর্যন্ত দুশোর বেশি লোক মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ডেঙ্গুর চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা উপজেলা থেকে শুরু করে বড় বড় শহরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গাই ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা আছে। ডাক্তার নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।
বিজ্ঞাপন
এ সময় জাহিদ মালেক বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপিকে টেলিভিশনে দেখা যায়, তারা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কখনো কাজ করে না। তারা সংবিধান মানে না। তারা এখনো রাজপথে গাড়ি পোড়ায়। এদের হাতে দেশ নিরাপদ নয়।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সিভিল সার্জন আহম্মদ সোহেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রতিনিধি/জেবি