মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ট্রিট উইলিয়ামস। সোমবার (১২ জুন) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়সি ছিল ৭১ বছর।
ভারমন্টে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ট্রিট। এরপর রাতে মৃত্যু হয়েছে তার। প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের এজেন্ট ব্যারি ম্যাকফারসন।
বিজ্ঞাপন
সিএনএন বলছে, এখনও অবশ্য স্থানীয় কর্তৃপক্ষ মৃত হিসেবে উইলিয়ামসের নাম ঘোষণা করেনি। এদিকে ভারমন্টের দমকল প্রধান জ্যাকব গ্রিবল জানিয়েছেন, সোমবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনা ঘটে। ডরসেটের কাছে রুট নং ৩০-ইএসটিআইয়ে লং টেইল অটো দ্বারা দুর্ঘটনাটি ঘটে।
তদন্তকারীদের মতে, গাড়ির চালক বাঁক নিচ্ছিলেন এবং দুর্ঘটনার সময় উইলিয়ামসের মোটরসাইকেলটি দেখতে পাননি। ম্যানচেস্টার, ভিটি দমকল কর্মকর্তাদের ফেসবুক পোস্ট অনুসারে, এক ব্যক্তিকে একটি স্থানীয় হাসপাতালে এয়ারলিফ্ট করা হয়েছিল এবং অন্যজনকে গ্রাউন্ড অ্যাম্বুলেন্সের মাধ্যমে বহন করা হয়েছিল।
১৯৫১ সালের ১ ডিসেম্বর কানেকটিকাটের রোওয়েটনে জন্ম উইলিয়ামসের। তিনি কলেজ থিয়েটারে পড়ালেখা করেন এবং স্নাতক করার পর নিউইয়র্কে চলে যান। তার বহুমুখী পর্দার ক্যারিয়ারের মধ্যে ১৯৭৯ সালে নির্মাতা মিলোস ফরশ্যানের মিউজিক্যাল ‘হেয়ার’-এ অভিষেক করেন। এরপর প্রথম শ্রেণির পরিচালক সিডনি লুমেটের সঙ্গে অপরাধমূলক নাটক ‘প্রিন্স অব দ্য সিটি’-এ অভিনয় করেন।
১৯৯০ সালের দিকে বিভিন্ন ধরনের চরিত্রে হাজির হতে থাকেন তিনি। ‘দ্য ফ্যান্টম’-এ খলনায়ক এবং সুপার এজেন্ট মাইকেল ওভিটজ এইচবিও সিনেমা ‘দ্য লেট শিফট’ বইয়ের ওপর ভিত্তি করে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৯৮ সালে ‘ডিপ রাইজিং’ এ অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন ফ্যামকে জ্যান্সেন, ওয়েস স্টুডি ও ডিজিমন হোনসু।
বিজ্ঞাপন
এছাড়া এ অভিনেতা সিডব্লিউ সিরিজ ‘এভারউড’-এর চারটি সিজনে অভিনয় করে টেলিভিশনে নতুন সাফল্য পান। ‘শিকাগো ফায়ার’-এও অভিনয় করেন। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ‘চেসাপিক শোরস’-এ ৫৩টি পর্বে দেখা যায় গানে।

