বলিউড তারকা শাহিদ কাপুর ও কারিনার কাপুরের হৃদয়ঘটিত সম্পর্কের কথা জানেন না এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। বলিউডের আলোচিত প্রেম ছিল এটি। কিন্তু শেষ পর্যন্ত পরিণয়ে গড়ায়নি এ প্রণয়। .
কারিনা জীবন সঙ্গী হিসেবে সাইফ আলী খানকে বেছে নেওয়ার পর শহিদও নিজেকে বেঁধেছেন মিরার আঁচলে। এবার অনেক বছর পর প্রাক্তন কারিনাকে নিয়ে মুখ খুললেন শহিদ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনাকে নিয়ে প্রশ্ন করা হয় শাহিদকে। সুযোগ পেলে কারিনার কোন গুণটি তিনি পেতে চাইবেন? উত্তরে শাহিদ জানান, প্রথম ছবি থেকেই করিনার মধ্যে তিনি একজন সুপারস্টার হওয়ার লক্ষণ দেখেছিলেন। এই গুণটিই তিনি পেতে চাইবেন।
শাহিদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, সাইফের সঙ্গে কখনও দেখা হলে তিনি কী করবেন।? উত্তরে শাহিদ জানান, তিনি সইফকে হ্যালো বলবেন। এই প্রসঙ্গে শাহিদ জানান, একসময় একই জিমে সাইফের সঙ্গে নিয়মিত শরীরচর্চা করতেন শাহিদ। সময়টা ছিল ২০১৭ সাল।
প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন কারিনা-শাহিদ। অনুরাগীদের প্রিয় জুটি ছিলেন তারা। রিয়েল লাইফের মতো রিল লাইফেও জনপ্রিয় ছিলেন তারা। ‘জব উই মেট’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো বেশকিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা।

