বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতীয়দের নিজস্ব ঐতিহ্য সম্পর্কেই জ্ঞান নেই: কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

ভারতীয়দের নিজস্ব ঐতিহ্য সম্পর্কেই জ্ঞান নেই: কঙ্গনা

বরাবরই বিতর্কের শিরোনামে বলিউড কুইন। কখনও বিস্ফোরক মন্তব্য করে, আবার কখনওবা অযাচিতভাবে খান-কাপুরদের কটুক্তি করে নেটপাড়ায় ট্রেন্ডিং হন অভিনেত্রী। এবার সাজপোশাক নিয়ে নেটিজেনদের জ্ঞান দিলেন কঙ্গনা। ভর্ৎসনা করে তার মন্তব্য, ভারতীয়দের নিজেদেরই তো নিজেদের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নেই।

এবার কেন খেপলেন কঙ্গনা? আসলে রংবাহারি লেহেঙ্গা পরে একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই সাজপোশাকে নজর কাড়ে তার মাথার গয়না। যা কি না অনেকটা মুকুটের মতোই দেখতে। অভিনেত্রীর সেই সাজ নিয়ে লেখালেখি হয় বেশ কিছু সংবাদমাধ্যমে। যেখানে ওই গয়নাকে মুকুট বলে উল্লেখ করা হয়। আর সেটি নজরে পড়তেই খেপে যান তিনি। অতঃপর নেটপাড়াকে ‘সবক’ শেখাতেও ছাড়লেন না এ নায়িকা।


বিজ্ঞাপন


নেটিজেনদের ভুল শুধরে দিয়ে কঙ্গনা মন্তব্য, এটা কোনো মুকুট নয়। আমি মাথায় যেটা পরে রয়েছি সেটা ভারতের ঐতিহ্যবাহী এক গয়না। যা হিমাচল, পাঞ্জাবে ভীষণ প্রচলিত। পাঞ্জাবে এই গয়নাকে বলা হয় ‘সাগ্গি ফুল’ আর হিমাচলে বলে ‘চাক’। ভারতীয়রা নিজেরাই নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানে না। ভীষণ বিরক্তিকর। 

এরপর নিজের ইনস্টা-স্টোরিতে সেসব গয়নার নমুনার ছবিও শেয়ার করেন কঙ্গনা। যা দেখে নেটিজেনরা তার প্রশংসা করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর