বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রশ্ন তুললেন বিবেক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রশ্ন তুললেন বিবেক

মৃত্যুপুরী ভারতের বালাসোর। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিয়েছে বহু প্রাণ। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে শত শত দেহাংশ। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হাতের খানিকটা অংশ, তো কোথাও পরিজনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোকেরা। আবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছয় শ’র বেশি মানুষ।

শুক্রবার রাতের এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারত। টুইটারে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, চিরঞ্জিবী, এনটিআরের মতো তারকারা। এবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।


বিজ্ঞাপন


এ ঘটনায় প্রশ্ন তুলে পরিচালক বিবেক অগ্নিহোত্রী সামাজিক মাধ্যমে লেখেন, ‘দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক। কী ভাবে ৩টি ট্রেনের সংঘর্ষ হয়? এর দায় কে নেবে? সকল পরিবারের জন্য প্রার্থনা করছি।’

এর আগে এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে সালমান লেখেন, ‘শোকাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারকে শক্তি দিক ঈশ্বর।’

এদিকে অক্ষয়ের লিখেছেন, ‘দুর্ঘটনার ছবিগুলো দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

বালাসোর এবং তার আশপাশের নানা হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহতরা। রক্তের অভাবে যেন তাদের প্রাণ না যায়, সেই চেষ্টাই করছেন স্থানীয়রা। তাই স্বেচ্ছায় পৌঁছে গিয়েছেন হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে রক্তদান করছেন যেন রক্ত সরবরাহে সমস্যা না হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর