শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাংলাদেশের ভাষার মাধুর্যে মুগ্ধ টলিউড পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের ভাষার মাধুর্যে মুগ্ধ টলিউড পরিচালক

নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের যাদুতে ভেঙেছেন সীমানার কাঁটাতার। তার ব্যস্ততাকে নিক্তিতে ওজন দিলে দেখা যায় দুই বাংলায় পরিমাণটা সমান। সম্প্রতি টলিউডে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ ছবি। এ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি জয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন বাংলাদেশের ভাষার মাধুর্যের প্রতি।

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া অভিনয় করেছেন পূর্ববঙ্গ তথা বর্তমান বংলাদেশের এক নারী চরিত্রে। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’, ‘বিজয়া’ ছবি দুটিতেও অভিনয় করেছেন জয়া। এ দুটি ছবিতেও এপার বাংলার নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া।


বিজ্ঞাপন


বাংলাদেশের নারী চরিত্র মানেই জয়া কেন? এ প্রশ্নের উত্তরে কৌশিক বলেন্, ‘নিঃসন্দেহে। ওপার বাংলার (বাংলাদেশের) ভাষার মাধুর্য এপার বাংলার (পশ্চিমবঙ্গের) অভিনেত্রীরা নকল করলেও পারবেন না। ওই পারফেকশন জয়া ছাড়া অসম্ভব। এরপরও যদি পূর্ববঙ্গের কোনও নারী চরিত্র আসে জয়াকেই ডাকব। অন্য অনেক পরিচালক তো আছেন। তারাও তো অন্যভাবে ভাবতে পারেন জয়াকে নিয়ে! কিন্তু আমি এভাবেই ভাবব’।

এ সময় জয়া বলেন, ‘আমিও চাই কৌশিকদা আমাকে নিয়ে এবার অন্য কিছু ভাবুন’।

দুই নারীর জীবনের গল্প বলেছে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর