ইন্ডাস্ট্রির নতুন জুটি বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু বেজায় খুশি। যুগলে উড়ে গিয়েছেন তুরস্কে। একসঙ্গে ভাগ করে খাচ্ছেন খাবার। ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। হতবাক অনুরাগীরা!
বস্তুত ‘খুশি’ ছবির হাত ধরেই বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন সামান্থা। অভিনেতার জন্মদিনেই মুক্তি পেয়েছিল ছবির একটি গান। কাশ্মিরে ছবির শুটিং হয়েছে অনেকটাই। সামান্থার অসুস্থতার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ । এখন টিম ‘খুশি’ ফিরেছে পুরনো ছন্দে। কেক কেটে তাকে সেটে স্বাগত জানিয়েছেন সকলে মিলে। এই জুটি তেলুগু বায়োগ্রাফি করেছেন আগে।
বিজ্ঞাপন
সামান্থার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শকুন্তলম’ বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। ছবির দুর্বল ভিএফএক্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অন্যদিকে বিজয়ের শেষ ছবি ‘লাইগার’ ফ্লপ ছবির তকমা পেয়েছে। সেখানে অনন্যা পান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। আপাতত ‘খুশি’ নিয়ে ব্যস্ত এই জুটি। বক্স অফিসে হাল ফেরাতে মরিয়া দুজনেই।