শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এই বাজেটে সংস্কৃতিকর্মীরা হতাশ: গোলাম কুদ্দুছ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

এই বাজেটে সংস্কৃতিকর্মীরা হতাশ: গোলাম কুদ্দুছ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট নয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিগত বছরগুলোর মতো এবারও সংস্কৃতি খাত উপেক্ষিত মন্তব্য করে হতাশার কথা জানিয়েছেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এর প্রতিবাদে আগামী ৩ জুন শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানেই বাজেট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন কুদ্দুছ।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কৃতি খাতে প্রস্তাবিত এই বাজেটে বিগত বছরগুলোর মতো এবারও সংস্কৃতিকর্মীরা হতাশ হয়েছি। আমরা মনে করি, এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি, সংস্কৃতির যে বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সার্বজনিন সংস্কৃতি হুমকির মুখে পড়বে- তার জন্য সংস্কৃতি খাতকে উপেক্ষার কোনো সুযোগ নেই। অথচ তার প্রতিফলন আমরা প্রস্তাবিত বাজেটে পাইনি।’

এ নেতা বলেন, ‘সমাজে সার্বিকভাবে যে অবক্ষয়ের চিত্র দেখতে পারছি, সেটা হয়েছে সংস্কৃতির বিপর্যয়ের কারণে। আমরা বিশ্বাস করি, প্রগতিশীল মনন গঠনে সংস্কৃতি খাতে সরকারের আরও বেশী মনোযোগী হওয়া উচিত ছিল।’

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেটের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৬৩৭ কোটি টাকা। এতেই হতাশ হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর