রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজের ‘স্ক্যান্ডাল’ ফাঁস, মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

রাজের ‘স্ক্যান্ডাল’ ফাঁস, মুখ খুললেন পরীমণি

মধ্যরাতে নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় অভিনেতা শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

এরপরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান সুনেরাহ। নাম প্রকাশ না করে তিনি ইঙ্গিতে দোষ চাপান রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির ওপর। তার মতে, এসব ভিডিও ও ছবিগুলো রাজের ফেসবুক থেকে পরীমণি প্রকাশ করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘আমি এখনও কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।’

এর আগে সুনেরাহ নিজের পোস্টে লেখেন, “আপনারা যে ভিডিওগুলো দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।”

এ সময় নাম প্রকাশ না করলেও সুনেরহা মনে করেন, ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। তিনি তার লেখনিতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বোঝান।

তিনি উল্লেখ করেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’


বিজ্ঞাপন


এর আগে আজ মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ। এরপরই সুনেরাহ ইঙ্গিতে দোষ চাপান পরীর কাঁধে। এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন পরীমণি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর