বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামাইয়ের ‘কলিজা ভুনা’ খেলেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

জামাইয়ের ‘কলিজা ভুনা’ খেলেন পরীমণি
কোলাজ: ঢাকা মেইল

যে ভালোবাসার টানে একে অপরের হাত ধরেছিলেন পরীমণি ও রাজ, তা যেন প্রতি মুহূর্তে প্রশান্ত মহাসাগরের মতো গভীর হচ্ছে। তাদের ভালোবাসার যেসব খণ্ডচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠছে, তা থেকে তেমনটাই আন্দাজ করা যায়।

শিগিগিরই মা হতে চলেছেন পরীমণি। সেকারণে শারীরিকভাবে দুর্বল তিনি। এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন এ নায়িকা। তাই এই সময়টায় স্ত্রীর সেবায় সর্বদা নিয়োজিত রাজ। এমনকি রান্না করেও খাওয়াচ্ছেন তাকে।

প্রথম রোজার সেহরিতে পরীমণিকে কলিজা ভুনা রান্না করে খাইয়েছেন রাজ। ফেসবুকে কলিজা ভুনার সেই ছবিও প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘জামাইয়ের কলিজা ভুনা।’

Porimoni Raaj

পরীর এই ফেসবুক স্ট্যাটাস বলে দেয়, স্বামীর হাতের রান্না তিনি বেশ উপভোগ করেছেন। সেই অনুভূতি প্রকাশ করলেন নেট দুনিয়ায়।

কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরীমণি। শরীরের হিমোগ্লোবিন কমে যাওয়া, ভিটামিন ডি’র মাত্রা কম থাকা এবং লো-প্রেশারের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন এ নায়িকা।


বিজ্ঞাপন


আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর