কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় প্রতিবাদ সরব হয়েছেন বিনোদন দুনিয়ার তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে টিপ পরা ছবি প্রকাশ করে ক্যাপশনে নানা প্রতিবাদী বাক্য লিখে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি লালটিপ পরা বন্দুক উঁচিয়ে রাখা একটি স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন, ‘আমার টিপ নিয়ে কোনো কথা নয়। আমার স্বাধীনতা নিয়ে কোনো কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়। পৃথিবীটা তোমার একার নয়!’
বিজ্ঞাপন
এটি তার মুক্তিপ্রতীক্ষিত ‘মায়া’ সিনেমার একটি স্থিরচিত্র, যেখানে এডিট করে টিপ বসানো হয়েছে। প্রকাশিত ছবিটিকে প্রতীকী হিসেবে ভাবা যেতে পারে। যারা এভাবে নারীদের লাঞ্জিত করেন, তাদের দিকেই তিনি ওই বন্ধুক তাক করে আছেন। যদিও সিনেমার প্রেক্ষাপট হয়ত ভিন্ন।

এই সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছে মিথিলার। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন রাজর্ষি দে। ছবিতে ‘লেডি ম্যাকবেথ’–এর দ্বিতীয় সত্তা ‘মায়া’। তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র।
টিপ ইস্যুতে সোচ্চার হয়েছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীও। তার কাছে এমন ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘টিপ পরা আমার কাছে খুব ন্যাচারাল। আমি মনে করি, এটা আমার কালচার আর স্বাধীন দেশে আমি একজন বাঙালি মানুষ। সুতরাং আমার কালচারে আমি স্বাধীন, আমি বাঙালি, আমি কী করব— সেটা আমার ইচ্ছা। আমি আগে কখনও এরকম শুনিনি। কিন্তু আমি যখন এই ঘটনাটি শুনলাম, একটু অবাকই হলাম।’
বিজ্ঞাপন
চয়নিকা আরও বলেন, ‘আমাকে অনেকেই ইনবক্স করছে যে, তুমি একটা ছবি তুলে এডিট করে কপালে লাল টিপ দাও। আমি বলি, সারাজীবন কপালে লাল টিপ দিয়েই আসছি। আবার নতুন করে কী দেব? আমার তো দেওয়াই আছে। বোঝাই যাচ্ছে এটা একটা সাম্প্রদায়িক ইস্যু। এই ঘটনাকে ধিক্কার জানাই।’
দেশের প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী শিমুল ইউসুফের প্রতিবাদের ভাষা ছিল অন্যরকম। তিনি রীতিমতো হুমকি দিয়েছেন টিপ বিরোধীদের। আয়নার সামনে দাঁড়িয়ে তিলক আঁকা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘পারলে ঠেকা। হাত মুচড়ে দেব।’

এদিকে টিপের ওপর এমন আঘাত বাঙালি সংস্কৃতির ওপর আঘাত বলে বনে করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তার মতে, এই লাঞ্ছনার ঘটনা নারীর স্বাধীনতার ওপর আঘাত।
জ্যোতিকা জ্যোতি ফেসবুকে লিখেছেন, ‘আমার শরীর, আমার সাজ, আমার সংস্কৃতি— আমার স্বাধীনতা। এখানে নাক গলাতে এলে নাকটা কেটে দেওয়া হোক। তীব্র প্রতিবাদ জানাই, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপশক্তির দাপট ঠেকানো হবেই।’
অনেক পুরুষ তারকাও কাপালে টিপ পরে প্রতিবাদ জানাচ্ছেন। চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে নিজের অভিনীত ‘মায়াবিনী’ সিনেমার টিপ পরা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রতিবাদ।’

ছোট পর্দার অভিনেতা সাজু খাদেম লাল টিপকে লাল সূর্যের সঙ্গে তুলনা করেছেন। লালটিপ পরা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘লাল টিপ, লাল সূর্য।’
মনোজ প্রামাণিক প্রতিবাদের ভাষা হিসেবে নিজের লালটিপ পরা ছবি ব্যবহার করেছেন। তিনি কোনো প্রতিবাদী বাক্য লেখেননি সামাজিক যোগাযোগমাধ্যমে।
এছাড়া আনিসুর রহমান মিলন, প্রাণ রায়. স্বাধীন খসরুসহ আরও অনেক শোবিজ তারকা টিপ নিয়ে অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের সবার দাবি, যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হোক। সবশেষ খবর অনুযায়ী, অপরাধীকে সনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরএসও

