বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

স্বর্ণপাম উৎসর্গ করা হলো তরুণ নারী নির্মাতাদের

আলমগীর কবির
প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৩:৩৪ এএম

শেয়ার করুন:

স্বর্ণপাম উৎসর্গ করা হলো তরুণ নারী নির্মাতাদের

অনুমানটা আগেই করা হয়েছিল। তারপরও চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলেন সবাই। ৭৬তম কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণপাম (পাম দার) পেয়েছেন ফরাসি লেখক ও পরিচালক জাস্টিন ত্রিয়েত। ‘অ্যানাটমি অফ এ ফল’ সিনেমার জন্য এই সম্মাননা পেলেন তিনি। হাতে পুরস্কার নিয়েই এটি উৎসর্গ করলেন সকল নারী এবং তরুণ পরিচালকদের। এছাড়া যারা এখন চলচ্চিত্র নির্মাণ করতে অক্ষম তাদের প্রতি।

জাস্টিন ত্রিয়েত তৃতীয় মহিলা যিনি কানের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন।

একজন নারীকে কেন্দ্র করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। যাকে সহজ করে বলা যায় হিচককিয়ান মিস্ট্রি থ্রিলার। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সান্দ্রা হুলার। তার স্বামী সন্দেহজনক কারণে মারা গেলে খুনের অভিযোগে অভিযুক্ত হন।

ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক এবং কলাকুশলীদের ব্যাপক প্রশংসা করা হয়েছিল। এসময় জাস্টিন ত্রিয়েত সবার উদ্দেশ্যে বলেছেন ‘এটা আমার লেখা সবচেয়ে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র।’

জাস্টিন ত্রিয়েত হলেন তৃতীয় মহিলা যিনি কানের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। এর আগে, ২০২১ সালে টাইটান সিনেমার জন্য জুলিয়া ডুকোর্নাউ এবং ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো উইথ ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ সিনেমার জন্য এই পুরস্কার জয় করে ছিলেন জেন ক্যাম্পিয়ন।

golden-palm৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা


বিজ্ঞাপন


মূল প্রতিযোগিতা
পাম দ’র: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, ফ্রান্স)
গ্রাঁ প্রিঁ: দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: ট্র্যান আন হাং (দ্য পত অঁ ফু, ভিয়েতনাম/ফ্রান্স)
জুরি প্রাইজ: ফলেন লিভস (আকি কাউরিসমাকি, ফিনল্যান্ড)
সেরা অভিনেতা: ফুজি ইয়াকুশো (পারফেক্ট ডেজ, জাপান)
সেরা অভিনেত্রী: মারভে দিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস, তুরস্ক)
সেরা চিত্রনাট্যকার: ইউজি সাকামাতো (মনস্টার, জাপান)
ক্যামেরা দ’র: থিয়েন আন ফাম (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)
সম্মানসূচক পাম দ’র: মাইকেল ডগলাস, হ্যারিসন ফোর্ড

golden-palm

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টোয়েন্টি সেভেন (ফ্লোরা আন্না বুদা, ফ্রান্স ও হাঙ্গেরি)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): ফার (কুন্নুর মার্তিন্সদত্তির স্লুতার, আইসল্যান্ড)

আঁ সাঁর্তা রিগা
সেরা চলচ্চিত্র: হাউ টু হ্যাভ সেক্স (মলি ম্যানিং ওয়াকার, যুক্তরাজ্য)
জুরি প্রাইজ: হাউন্ডস (কামাল লাজরাক, মরক্কো)
সেরা পরিচালক: আসমা এল মুদির (দ্য মাদার অব অল লাইস, মরক্কো)
সেরা অভিনয়শিল্পী ও কলাকুশলীর সম্মিলন: দ্য বুরিটি ফ্লাওয়ার (জোয়াও সালাভিৎসা, পর্তুগাল এবং রেনে নাদের মেসোরা, ব্রাজিল)
ফ্রিডম প্রাইজ: গুডবাই জুলিয়া (মোহাম্মদ কোর্দোফানি, সুদান)
নিউ ভয়েস অ্যাওয়ার্ড: অমেন (বালোজি, বেলজিয়াম/কঙ্গো)

লা সিনেফ
প্রথম পুরস্কার: নরওয়েজিয়ান অফস্প্রিং (মারলেয়ানা এমিলিয়া লিংস্তা, ন্যাশনাল ফিল্ম স্কুল অব ডেনমার্ক)
দ্বিতীয় পুরস্কার: হোল (হোয়াং হাইন, কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস)
তৃতীয় পুরস্কার: মুন (জিনেব ওয়াকরিম, ইএসএভি মারাকেশ)

একেবি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর