সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবা বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ: জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

বাবা বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ: জয়া আহসান

ভারতকে কখনও আলাদা দেশ ভাবতেন না বলে জানিয়েছেন জয়া আহসান। শুধু তাই নয়, দেশটিকে দ্বিতীয় দেশ মনে করেন তিনি। সেখানকার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। 

জয়ার কথায়, “আমি দ্বিতীয় একটা দেশ পেয়ে গিয়েছি। ছোটবেলা থেকে এত গল্প শুনেছি, ইন্ডিয়াকে কখনও আলাদা একটা দেশ ভাবতাম না। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ। বাবা সব সময় দু’দেশের কথা বলতে গিয়ে ‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এখান থেকে অ‌্যাওয়ার্ড নিচ্ছি, এখানকার মানুষ আমাকে ভালবাসছে— এটা দেখতে পেলে বাবা ভীষণ খুশি হতেন। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি।”


বিজ্ঞাপন


Jaya Ahsan

জুনের ২ তারিখ টলিউডে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। এটি এই পরিচালকের সঙ্গে তার তৃতীয় ছবি। নির্মাতা সম্পর্কে জয়ার পর্যবেক্ষণ এ রকম, ‘কৌশিকদা আমার কাছে একজন ভালো পরিচালক। সংবেদনশীল একজন মানুষ। তারপর তার অভিনয়সত্তা ও নির্মাতাসত্তা। আর আমরা দুজনেই সেনসিটিভ বলে হয়ত কাজ করে আনন্দ পাই। অন্য অভিনেতারাও একই কথা বলবে, আমি নিশ্চিত!’

এক দশক আগে ২০১৩ সালে ভারতীয় বাংলা চলচ্চিত্রে জয়ার যাত্রা শুরু হয়। এই চলার পথে সফল তিনি। এখন তাকে এপার বা ওপার বাংলা বলে আলাদা করা যায় না। এ নিয়ে জয়া বলেন, “এটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া। ‘আবর্ত’ দিয়ে শুরু, আর এই ২০২৩-এ ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে। ভালো যেটা হয়েছে, দারুণ কিছু মানুষের সান্নিধ‌্য পেয়েছি। ভালো কিছু ছবি করেছি। একটা দেশের সাধারণ মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। একজন অভিনেতা হিসেবে দুটি দেশে কাজ করাটা ভাগ্যের ব‌্যাপার। নিজেকে ভাগ‌্যবান মনে হয়। নিজের অ‌্যাক্টিং ক্যারিয়ারকে আলাদা করে গ্লোরিফাই করার মতো কিছু নয়। এটা একটা কনটিনিউয়াস প্রসেস। এটা চলবে। আর এখানকার দর্শকের ভালোবাসা পেয়েছি। হয়তে সংখ‌্যায় অনেক কাজ করিনি। কিন্তু আমার ছবি এলে দর্শক একটা অন‌্যরকম এক্সপেকটেশন রাখে, এটাই আমার পাওনা।”

Jaya


বিজ্ঞাপন


তবে এখন বাংলাদেশের কাজে বেশি ফোকাস করবেন বলে জানালেন জয়া। তার কথায়, ‘এখানে পরপর ভালো কিছু কাজ পেয়েছি। নিজের দেশেও কাজ করেছি, তবে এখানে একটু বেশি। এখন আবার ভেবেছি বাংলাদেশের কাজের ওপর ফোকাস করব। তা ছাড়া আমি নিজেকে একটা ব্রেকও দিয়েছিলাম।’

প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে আরও দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনকে। 

ছবিতে কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন সেই চরিত্রের বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর