শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অরিজিতের ওপর ক্ষুব্ধ অনুরাধা পাড়ওয়াল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

অরিজিতের ওপর ক্ষুব্ধ অনুরাধা পাড়ওয়াল

অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। তার গান শুনতে মৌমাছির মতো ভিড় করেন ভক্তরা। গায়কও ভক্তদের ভালোবাসতে কার্পণ্য করেন না। স্টারডম ভুলে মিশে যান তাদের সঙ্গে। বলিউডের বর্ষীয়ান কণ্ঠশিল্পীরাও তার বেশ প্রশংসা করেন। তবে এবার অরিজিতের ওপর ক্ষুব্ধ হলেন প্রবীণ সংগীতশিল্পী অনুরাধা পড়ওয়াল।

বিনোদ খান্না, মাধুরী দীক্ষিত অভিনীত ‘দয়াবান’ সিনেমায় ‘আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা পড়ওয়াল ও পঙ্কজ উদাস। তবে হেট স্টোরি ২ -এর জন্য নতুন করে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও সমীরা কোপ্পিকার। সেই গান শুনেই অরিজিৎ-কে তুলোধনা করেন অনুরাধা।


বিজ্ঞাপন


তিনি বলেন, “এই তো দিন কয়েক আগে আমাকে ‘আজ ফির তুম পে প্যায়ার আয়া হ্যায়’ গানটা পাঠিয়ে একজন বলেন, সুপারহিট গান। শুনে দেখুন। চালাতেই আমি হতভম্ব হয়ে যাই। ‘দয়াবান’ সিনেমার জন্য আমার গাওয়া গানের এ কী অবস্থা! শুনেই কেঁদে ফেলি।”

তিনি আরও বলেন, ‘আমি খুব একটা নিজের গান শুনি না। কিন্তু মাঝেমধ্যে শুনতে হয়। বিশেষ করে আমার গাওয়া ভক্তিগীতিগুলো শুনি। কেন জানেন? রিমিক্স গান শুনে এতটাই আঁতকে উঠি যে চোখে জল চলে আসে। সেই হতাশা থেকে বের হতে দ্রুত নিজের গানগুলো চালিয়ে দিই। তারপর স্বস্তি পাই।’

তবে এ নিয়ে অরিজিতের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিছুদিন আগে এক কনসার্টে নারী ভক্তের দ্বারা হেনস্তার শিকার হন অরিজিৎ। গিটার হাতে গান গাইছিলেন অরিজিৎ। গাইতে গাইতে মঞ্চের কিনারায় এসে প্রতিটি কনসার্টের মতো ভক্তদের সঙ্গে হাত মেলান তিনি। এমনই সময়ে এক ভক্ত হাত ধরে টানাটানি শুরু করেন। আর তাতেই পেশিতে প্রবল ব্যথা পান গায়ক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর