অধিকাংশ মানুষ বিয়ের আগে ভাগ্য বদল করতে চান। চাহিদামতো অর্থ-বিত্তে প্রতিষ্ঠিত হয়ে তবেই শুরু করতে চান নতুন জীবন। তবে অনেকের ক্ষেত্রে এর উল্টোটা হয়েছে। বিয়ের পর কপর্দকশুন্য থেকে তারা হয়েছেন বিত্তশালী। শাহরুখ খান, সুনীল শেঠিও রয়েছেন এই দলে। চলুন জেনে নেই এই দুজনসহ আর কোন বলিউড তারকাদের ভাগ্য খুলেছে বিয়ের পর।
বলিউড সুপারস্টার শাহরুখ খান ভালোবাসার মানুষ গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধতেই সচল হয়েছে তার ভাগ্যের চাকা। গৌরীকে ঘরে আনার এক বছর পর তার যাত্রা শুরু হয় বি-টাউনে। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে এই পথচলা শুরু হয়েছিল তার।
বিজ্ঞাপন
বলিউডের শোয়ার্জনেগার বলে পরিচিত সুনীল শেঠি। তারও কপাল খুলেছে বিয়ের পর। পর্দায় অভিষেকের আগে ১৯৯১ সালে মানা কদরিকে বিয়ে করেন সুনীল। এরপর ১৯৯২ সালে 'বলওয়ান' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
ভারতীয় অভিনেতা আর মাধবনও রয়েছেন বিয়ে করে ভাগ্য বদল হওয়াদের দলে। ১৯৯৯ সালে সরিতা বিরজেকে বিয়ে করেন তিনি। এরপর তামিল ছবি 'আলাইপাউথেয়'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবির পর আর মাধবন বলিউডেও নিজের আলাদা পরিচয় তৈরি করেন।
বলিউডে অভিষেকের আগেই বিয়ে করেন আয়ুষ্মান খুরানা। ২০০৮ সালে তাহিরা কাশ্যপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এর কয়েক বছর পরই তিনি ফিল্ম ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালের ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে।
পর্দার খিলাড়ি অক্ষয় কুমারের ভাগ্যেও আশীর্বাদ হয়ে এসেছিলেন স্ত্রী টুইঙ্কেল খান্না। কেননা তাকে বিয়ের পরই অক্ষয় কুমারের বলিউড ক্যারিয়ার দুর্দান্ত গতিতে এগিয়ে চলে। ২০০১ সালে টুইঙ্কেলকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে আসা 'আন্দাজ' ছবিটি হিট হয়। এরপর বলিউডে অনেক সুপারহিট ছবি উপহার দেন এই অভিনেতা।

