শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বাদামী হায়েনার কবলে’ আবির!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

‘বাদামী হায়েনার কবলে’ আবির!

টলিউডের পর্দায় বর্তমানে গোয়েন্দাদের আনাগোনা। ব্যোমকেশ, ফেলুদাকে নিয়ে কম কাটাছেঁড়ার অন্ত নেই। দর্শকরাও ততোধিক তিতিবিরক্ত! সাহিত্যের পাতা থেকে যদিও মিতিন মাসি কিংবা কাকাবাবু-কিরিটিরা রুপালি পর্দায় মাঝেমধ্যে উঁকি দেন! তবে ব্যোমকেশ, ফেলুদায় কদর পরিচালকদের কাছে বেশি। ওদিকে সোনাদাও রয়েছেন তালিকায়। তবে এবার গোয়েন্দা সিনেপ্রেমীদের স্বাদবদল ঘটাতে আসছেন নতুন রহস্যসন্ধানী। ছবির মলাট-রোলে আবির চট্টোপাধ্যায়

এতদিন ব্যোমকেশ-ফেলু মিত্তিরের পাশাপাশি গোয়েন্দা সোনাদার ভূমিকাতেও দেখা গিয়েছে আবিরকে। জনপ্রিয়তাও পেয়েছেন। এবার নতুন অবতারে সত্যান্বেষণ করতে দেখা যাবে অভিনেতাকে। তিন-তিনটে গোয়েন্দা চরিত্র করার পর এবার কোন ভূমিকায় দেখা যাবে তাকে? লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বন নতুন সিনেমা তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেখানেই প্রধান ভূমিকায় গোয়েন্দারূপে ধরা দেবেন আবির। যে চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়।


বিজ্ঞাপন


বুধবার প্রকাশ্যে এল ‘বাদামী হায়নার কবলে’ সিনেমার মোশন পোস্টার। শেয়ার করে আবির লিখলেন, নস্টালজিয়ায় ভরপুর আসছে দীপক চ্যাটার্জী। দু-হাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ! 

ছবিতে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় এবং শাঁওলি চট্টোপাধ্যায়ও। সিনেমার প্রযোজনা করছে এসভিএফ সংস্থার হইচই স্টুডিও। সংশ্লিষ্ট সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয়ের ‘ইন্দুবালার ভাতের হোটেল’। পরিচালকের ফ্রেমে তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর