শাকিব খানকে নিয়ে গোপন তথ্য দিলেন অপু বিশ্বাস। জানালেন, দুবাই থেকে তার জন্য একটি গলার হার এনেছিলেন তিনি। তবে সেটি সোনা না রূপার হার ছিল, সেটা জানাননি এ নায়িকা।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরের, সেটা বলা যাবে না।’
বিজ্ঞাপন
আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ছিদ্র করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ছিদ্র আছে। কিন্তু শুটিংয়ে বেশিরভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।’
শাকিব বর্তমানে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করছেন। হিমেল আশরাফ পরিচালিত এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

