সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

প্রসেনজিৎকে শ্মশানের ‘ডোম’ বলে তিরস্কার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

প্রসেনজিৎকে শ্মশানের ‘ডোম’ বলে তিরস্কার
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে যেভাবে পারছেন খুঁচিয়ে যাচ্ছেন তাকে। টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তো সবাই মিলে লেগেছিলেন কলকাতার এই জনপ্রিয় নায়কের পেছনে। অভিযোগ একটাই, তার পলিটিক্সের কারণেই নাকি আজীবন আড়ালে থেকে যেতে হয়েছে অভিষেককে।

এসব অভিযোগ অবশ্য কাবু করতে পারেনি প্রসেনজিৎকে। নিজের মতো করেই অভিযোগের উত্তর দিয়েছেন তিনি। এদিকে অভিষেক পর্ব শেষ হতে না হতেই এবার প্রসেনজিৎকে আক্রমণ করে বসলেন প্রযোজক রানা সরকার। অভিষেক ইস্যুতেও অবশ্য প্রসেনজিৎকে নিয়ে কটুকথা বলেছিলেন রানা। তবে সেই আক্রমণ ছিল নাম প্রকাশ না করে আকার ইঙ্গিতের মাধ্যমে। কিন্তু এবার আর রাখ-ঢাক করলেন না এই প্রযোজক। রীতিমতো চাঁছাছোলা ভাষায় তিনি আক্রমণ করলেন প্রসেনজিৎকে।


বিজ্ঞাপন


সম্প্রতি একটি ম্যগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন প্রসেনজিৎ। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দক্ষিণী ছবি ‘আরআরআর’ এই ক’দিনেই চার শ কোটির বেশি রুপি ব্যবসা করেছে। আপনাদেরও বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে। বাংলা সিনেমাকে ভালোভাবে প্রচার করতে হবে। এই ইন্ডাস্ট্রি তো আপনাদেরই। নইলে কিন্তু শ্মশান হয়ে যাবে সব। আমি যখন শুরু করেছিলাম তখনও শ্মশান ছিল। পত্রিকার পাতায় সে সময় তা নিয়ে লেখালেখিও হত। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। সেই শ্মশানে ফিরতে চাই না আর।”

প্রসেনজিতের এমন বক্তব্যে মূলত চটেছেন রানা সরকার। ম্যাগাজিনের পাতা থেকে সেই সাক্ষাৎকারের কাটিং প্রকাশ করে ‘শ্মশানের ডোম’ বলে গালি দিয়ে কড়া ভাষায় প্রসেনজিৎকে ঝেড়েছেন তিনি।

prasenjit Rana Sarker
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রানা সরকার । কোলাজ: সংগৃহীত 

রানা সরকার লিখেছেন, ‘এপ্রিল ফুল করছেন আপনি আমাদের সাথে? নিজের ছবিতে তো ২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। এমনকি ব্যক্তিগত লাক্সারি মেকআপ ভ্যানের পয়সা পর্যন্ত ছাড়েন না। অথচ তার বদলে ২৫ হাজার টাকার টিকেটও বিক্রির গ্যারান্টি দিতে পারেন না আপনি। সহকর্মীদের কাঠি করা, প্রযোজকদের মুরগী বানানো— এসব ব্যাপারে তো আপনি ওস্তাদ।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত, চিটফান্ডের সাথে আপনার মাখামাখি— এসব তো সবার জানা। আর সেই আপনার শ্মশানের ভয় করছে? বাংলা ইন্ডাস্ট্রি শ্মশান হলে তার ডোম তো হবেন আপনিই। আসলে আপনার ভয় করার কারণ হচ্ছে আপনার এতদিনের জমে থাকা পাপ। সবচেয়ে ভালো হবে আপনি অবসর নিলে। অবসর নিন, দেখবেন ভয় কমে গিয়েছে। আর সেই সাথে ফেইক গলাবাজি কমান, দেখবেন শ্মশানের ভয়টাও দূর হয়ে যাবে।’

রানা শুধু প্রসেনজিৎকে ঝেড়েই শান্ত হননি। পাশাপাশি দর্শকদেরও উপদেশ দিয়েছেন, প্রসেনজিতের এসব কথায় এপ্রিল ফুল না হতে। সেই সাথে হলে গিয়ে সোহম-প্রিয়াংকা অভিনীত রাজদীপ ঘোষের সিনেমা ‘কলকাতার হ্যারি’ও দেখতে বলেছেন এ প্রযোজক।

আরআর/আরএসও  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর