শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফারুক ভাই বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে: অঞ্জনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০২:২১ পিএম

শেয়ার করুন:

ফারুক ভাই বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে: অঞ্জনা

কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ফেসবুকের জমিনে তাকে নিয়ে লিখছেন শোকগাঁথা। এ নায়কের মৃত্যু শুনে বাকরুদ্ধ চিত্রনায়িকা অঞ্জনা। নেট মাধ্যমে জানিয়েছেন সে কথা।

নিজের ফেসবুকে অঞ্জনা লিখেছেন, ‘কথাটা শোনার পরেই বুকের ভিতর ছ্যাত করে উঠল। চলে গেলেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক, আমার অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের জননন্দিত মাটি ও মানুষের সফল চিত্রনায়ক ফারুক ভাই।’


বিজ্ঞাপন


এরপর তিনি লেখেন, “আমার ৩য় মাইলস্টোন চলচ্চিত্র ‘মাটির মায়া’ ছায়াছবিতে প্রথম ফারুক ভাইয়ের সাথে আমার অভিনয়। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের কত মধুময় স্মৃতি যা ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে।”

তিনি আরও লেখেন, “ফারুক ভাই জীবদ্দশায় সবসময় বলতেন, এত চলচ্চিত্রে জীবনে অভিনয় করেছি কিন্তু ‘ফুলেশ্বরী’ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র যার গান সবসময় আমি গুনগুন করি গাই। ‘নদী রে কত রঙ্গ দেখালি আমায়’, এই কথাগুলো কখনও ভুলে যাওয়ার নয়। ফারক ভাই, আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে।”

আজ সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর