রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অসুস্থ মিঠাইরানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

অসুস্থ মিঠাইরানি

শেষ হতে চলেছে ‘মিঠাই’। ইতোমধ্যেই ভাঙচুর হয়েছে সিরিয়ালের মনোহারা সেট। আপাতত এর ঠিকানা বদলেছে। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, শিগগিরই শেষ হচ্ছে এই সিরিয়াল। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। আসলে ঘণ্টার পর ঘণ্টা একটানা দাঁড়িয়ে শুটিংয়ের জন্য পিঠের যন্ত্রণায় কাতরাচ্ছেন। 

একে তো সিরিয়াল শেষ হয়ে যাওয়ার দুঃখ, অন্যদিকে শরীরও ভালো নেই তার। এরইমধ্যে ‘মিঠাই’ শেষ হয়ে যাওয়ার দিন গোনা শুরু হয়েছে। আড়াই বছরের ঠিকানা বদল হয়েছে, সরে গিয়েছেন পরিচালকও। যদিও কবে শেষদিনের শুটিং, তা জানা যায়নি। ‘মনোহরা’ ভাঙার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই শরীর ভালো নেই সৌমিতৃষার। শরীর এতটাই খারাপ যে ‘মনোহরা’ ছাড়ার দিন অর্থাৎ গত শনিবার ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একটানা দাঁড়িয়ে শুটিং করার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন। ভীষণ ব্যকপেইনের মধ্যেই কষ্ট করে কাজ করছেন। নতুন সেটে সিঁড়ি ভাঙতে হচ্ছে। সেটাও ব্যথাটা খানিকটা বাড়িয়েছে। কালের নিয়মে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে হবে এটাই স্বাভাবিক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর