রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিছুদিন পরপর আমাকে খোঁচান কেন, শাকিবকে বুবলীর প্রশ্ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

কিছুদিন পরপর আমাকে খোঁচান কেন, শাকিবকে বুবলীর প্রশ্ন

সদ্য দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন শাকিব খান। এটাও জানান যে, তার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলে জানান তিনি।

শাকিবের সেই সাক্ষাৎকারটি বুবলীর চোখ এড়ায়নি। স্বাভাবিকভাবে তিনি কথাগুলো সহজভাবে নেননি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। সেইসঙ্গে শাকিবের উদ্দেশে রেখেছেন একটি প্রশ্ন। কিছুদিন পরপর তাকে খোঁচান কেন—শাকিব জানতে চেয়েছেন বুবলী।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে ওই দীর্ঘ পোস্টের একটি অংশে বুবলী লিখেছেন, ‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনও এ রকম করতেন না! নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না?’

স্বামীকে শুভকামনা ও উপদেশ দিয়ে বুবলী লেখেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনও আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি। সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যেই সিদ্ধান্তই হোক, আমি অবশ্যই শুভকামনা জানাব।’

সবশেষ শাকিবকে অনুরোধ জানিয়ে বুবলী লেখেন, ‘কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’

২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর