সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রবি ঠাকুরের নোবেল চুরির রহস্য উদঘাটনে শ্রাবন্তী-ঋত্বিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

রবি ঠাকুরের নোবেল চুরির রহস্য উদঘাটনে শ্রাবন্তী-ঋত্বিক

অভিনয়শিল্পী হিসেবে তারা দুজনেই প্রতিষ্ঠিত। শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেমন নায়িকা হিসেবে ঋত্বিক চক্রবর্তী তেমন চরিত্রাভিনেতা হিসেবে। এবার তারা দুজনে মিলছেন একসঙ্গে। সমাধান করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির রহস্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘রবীন্দ্র কাব্য রহস্য নামের একটি ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী- ঋত্বিক। সেখানেই তাদের দেখা যাবে রবি ঠাকুরের নোবেল চুরির রহস্য উদঘাটনে। গতকাল মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক।


বিজ্ঞাপন


প্রাথমিকভাবে এই সিনেমার গল্পের বিষয়ে যা জানা গেছে তা হলো ঋত্বিকের চরিত্রের নাম অভীক সেন, তিনি একজন গোয়েন্দা। একটি ‘সিরিয়াল কিলিং’ কেসের তদন্ত করতে পৌঁছান লন্ডনে। অন্যদিকে হিয়া তথা শ্রাবন্তী একজন রবীন্দ্রসংগীত শিল্পী, তিনিও ঠিক একই সময় শো করার জন্য যান লন্ডনে। তারপর জড়িয়ে পড়েন সেই তদন্তের সঙ্গে। রহস্য, রোমাঞ্চে ভর করেই নতুন ছবির গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

ছবির লুক সামনে আসার পরই সকলের মনে প্রশ্ন জেগেছে যে এই ছবির সঙ্গে কী নোবেল চুরির যোগ রয়েছে। কারণ ছবির পোস্টারে দেখা মিলেছে রবীন্দ্রনাথের সেই চুরি যাওয়া মেডেলের। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন যে ‘রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সময় ও তার লন্ডনে থাকার সময়ের বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে দুটি সময়কালকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালকেও ফ্রেমবন্দি করার চেষ্টা করেছেন তিনি।’

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানী’সিনেমাটি। এতে নাম ভূমিকায় শ্রাবন্তী আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেবী চৌধুরানী’র।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর