রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাশমিকা কেন ভারতের জাতীয় ক্রাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

রাশমিকা কেন ভারতের জাতীয় ক্রাশ
রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত

ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে সুন্দরী নায়িকাদের ছড়াছড়ি। কিন্তু সবাই ছাড়িয়ে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানা আলাদা পরিচয়ে দেদীপ্যমান। কোনো ব্যক্তির নয়, তিনি গোটা ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু কেন?

মূলত সার্চ ইঞ্জিন গুগল রাশমিকাকে ‘জাতীয় ক্রাশ’ স্বীকৃতি দিয়েছে। তারপর থেকেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। আগে ‘কর্ণাটকের ক্রাশ’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এখন ভারতবর্ষের ক্রাশ এই লাস্যময়ী অভিনেত্রী। 


বিজ্ঞাপন


Rashmika
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা । ছবি: সংগৃহীত

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

এদিকে গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পায় রাশমিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। ভারতের তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে।

রাশমিকা ছবিতে তার অভিনয়ের জন্য ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং তার ‘সামি সামি’ গানটি ইতোমধ্যে নেট দুনিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এ সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন।


বিজ্ঞাপন


Rashmika Allu
‘পুষ্পা’য় রাশমিকার অভিনয়ে মুগ্ধ দর্শক । ছবি: সংগৃহীত

বলিউডের সিনেমায়ও পা রেখেছেন রাশমিকা। ‘মিশন মজনু’ নামের সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ১৩ মে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এছাড়া আরেকটি বলিউড ছবি ‘গুডবাই’তে দেখা যাবে রাশমিকাকে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের সঙ্গে রাশমিকা পাশাপাশি নীনা গুপ্তাকেও দেখা যাবে। 

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর