দীপিকা, প্রিয়াঙ্কা ও আলিয়া ভাটের পর এবার আনুশকা শর্মা। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের তরফ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন তিনি। এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমায় নারীদের সম্মানিত করা হবে। সেই সম্মান প্রদান করবেন এই বলিউড সুন্দরী। তবে তিনি একা নন, সঙ্গে থাকবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইনস্লেট।
সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রদূত আনুশকা ও বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, বিরাট ও আনুশকার সঙ্গে আলাপ হয়ে দারুণ লাগল। সঙ্গে অভিনেত্রীকে চলচ্চিত্র উৎসবের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। আগামী ১৭ মে থেকে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব।
বিজ্ঞাপন
এর আগে বলিউড থেকে কান চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শর্মিলা ঠাকুর, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালন। কানের রেডকার্পেটে দেখা গিয়েছিল সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ঐশ্বর্য রাই বচ্চন, হিনা খান, তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীদের।

