‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্ক চলছে। এই অবস্থায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলেন সুরকার এ আর রহমান। ভিডিওতে দেখা যাচ্ছে, কেরালার এক মসজিদে চার হাত এক হচ্ছে এক হিন্দু যুগলের। ‘আরও একটি কেরালা স্টোরি’ শীর্ষক ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, মনুষ্যত্বের জন্য ভালোবাসাকে হতে হয় নিঃশর্ত ও নিরাময়যোগ্য।
মিনিট দুয়েকের ওই ক্লিপে দেখা যাচ্ছে, কেরালার আলাপুজা শহরের এক মসজিদের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলছে হিন্দু যুগলের। ভিডিওতে বলা হয়েছে, কনের মায়ের পক্ষে বিয়ে দেওয়া সম্ভব ছিল না আর্থিক কারণে। আর তাই তিনি দ্বারস্থ হয়েছিলেন মসজিদ কমিটির। তারপরই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয় মসজিদে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার মুক্তির পরই তুঙ্গে বিতর্ক। অভিযোগ, এতে দেখানো হয়েছে কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ হয়ে যান। যারা পরে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। ছবির মাধ্যমে সংঘ পরিবার কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তোলেন রাজ্যটির মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালা সরকার এবং কংগ্রেসের তরফে ছবিটি সে রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়। ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। বলে দেন, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।
** ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

