বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন পাঞ্জাবী গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিল। সঙ্গে ছিলেন তার প্রেমিক সিদ্ধার্থ শুক্লা। বিগ বস হাউজে তাদের চর্চিত প্রেম নিমেষেই ভক্তদের আকৃষ্ট করেছিল। শেহনাজের সুন্দর সুন্দর কথা, নিমেষেই নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। সেখান থেকেই শুরু তার বলিউড যাত্রা। কিন্তু যার হাত ধরে ধীরে ধীরে ক্যারিয়ারে এগিয়েছিলেন অভিনেত্রী, মাঝ পথে তাকেই হারাতে হল তার। দেখতে দেখতে তিন বছর হতে চলল সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। শোকে নিজেকে অনেকদিন ক্যামেরা থেকে আড়ালে রাখলেও শেহনাজ এখন বলিউডের অন্যতম ডিভা। মাঝে মধ্যেই তিনি চর্চায় উঠে আসেন।
ইতোমধ্যেই সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন শেহনাজ গিল। ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের বিশেষ স্থান তৈরি করছেন তিনি।
বিজ্ঞাপন
এখন মনে হচ্ছে সাফল্যে অনেকটাই এগিয়ে গিয়েছেন শেহনাজ। সম্প্রতি অভিনেত্রী মুম্বাইতে একটি নতুন বাড়ি কিনেছেন। যদিও অভিনেত্রী সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাই ইনস্টাগ্রাম স্টোরিগুলোই জানিয়ে দিচ্ছে যে, তিনি বাড়ি কিনেছেন। ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। শেহনাজের বন্ধু লিখেছেন, আমার প্রিয় সানা বেবি আপনার নতুন বাড়ির জন্য অভিনন্দন, আমরা আপনার কৃতিত্বের জন্য গর্বিত।
শেহনাজ গিল এর আগে একটি সাক্ষাৎকারে স্মরণ করেছিলেন যে, কীভাবে তাঁকে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ় ছিলেন এবং কর্মে বিশ্বাসী ছিলেন।

