আজ ৩০ এপ্রিল তাহসান খান ও রাফায়েত রশিদ মিথিলার কন্যা আয়রার জন্মদিন। দিনটি উপলক্ষে মিথিলার বর্তমান স্বামী সৃজিত মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে দিয়েছেন এক বিশেষ বার্তা।
নেটদুনিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, আয়রা ও তার বন্ধুদের সঙ্গে এক আনন্দঘন মুহূর্তে রয়েছেন সৃজিত। ছবিটির ক্যাপশনে এ নির্মাতা লিখেছেন, ‘আমার ছোট্ট রাজকন্যা, তোমার ১০ বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা।’
বিজ্ঞাপন
এদিকে মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী মিথিলাও। আয়রার জন্মের পর থেকে বিভিন্ন ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেত্রী। সঙ্গে তিনি লিখেছেন, ‘৩০ এপ্রিল আমায় এমন এক জন মানুষ তৈরি করেছে, যার জন্য আমি সব সময় গর্বিত থাকব। আয়রার মা।’
আয়রা যে সৃজিতের কতটা কাছের তা বরাবর বলে এসেছেন মিথিলা। তবে বাবা তাহসানের কাছে গিয়েও মাঝেমধ্যে সময় কাটিয়ে আসে আয়রা। বাংলাদেশ আর কলকাতা মিলিয়ে বেশ আনন্দেই কাটছে আয়রার সময়। মেয়েকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়াই মিথিলার একমাত্র লক্ষ্য।
২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

