শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

যারা নেগেটিভ প্রচার করছেন, তারা ভালো মানুষ: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

যারা নেগেটিভ প্রচার করছেন, তারা ভালো মানুষ: অনন্ত জলিল

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন সংশ্লিষ্টরা। এই তালিকায় রয়েছেন অনন্ত জলিল। এবার ঈদে মুক্তি পেয়েছে তার ‘কিল হিম’ ছবিটি। ছবিটি দেখতে গতকাল রোববার স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন অনন্ত।

‘কিল হিম’ মুক্তির আগে থেকেই সমালচনা করা হচ্ছে অনন্ত ও তার ছবিটি নিয়ে। তার মতে এই তালিকায় রয়েছেন ইউটিউবারও। সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় ইউটিউবারদের কৃতজ্ঞতা জানান তিনি। সেইসঙ্গে তার মতে যারা তার ছবিটির সমালোচনা করছেন তারা ভালো মানুষ।


বিজ্ঞাপন


অনন্ত বলেন, ‘ইউটিউবারদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ছবির নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। দর্শক আমাদের কাছে বড়। যারা আমাদের নেগেটিভ প্রচার করছেন, তারা অনেক ভালো মানুষ। তাদের প্রতি দোয়া রইলো, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো। তারা আরও বেশি বেশি নেগেটিভ প্রচার করুক।’

তিনি আরও বলেন, ‘আমার ভক্তদের বলছি, সিনেমা নিয়ে কেউ নেগেটিভ কিছু প্রচার করবেন না। কারণ এতে ইন্ডাস্ট্রির ক্ষতি। সবার ছবি ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো থাকবে।’

সুনান মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিভচালনা করেছেন মো. ইকবাল। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর