মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেহতাজকে পঞ্চাশ হাজার টাকা ঈদ সালামি দিয়েছেন প্রীতম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

শেহতাজকে পঞ্চাশ হাজার টাকা ঈদ সালামি দিয়েছেন প্রীতম

ঈদের অন্যতম একটি অংশ সালামি। এটি বিশেষ এই দিনে আত্মিকতা ও ভালোবাসা প্রদর্শনের একটি মাধ্যম বলা যায়। এ নিয়ে অনেক সময় মধুর যন্ত্রণারও সৃষ্টি হয়। প্রিয় মানুষটির থেকে সালামি না পেলে অভিমানে গাল ফুলিয়ে থাকার গোপন সিদ্ধান্তও নেন অনেকে।

তবে সে সুযোগ স্ত্রী শেহতাজ মনিরা হাশেমকে দেননি গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। গতকাল ঈদের দিন শেহতাজকে ৫০ হাজার টাকা সালামি দিয়েছেন প্রীতম। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শেহতাজ।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদসেলামি দিয়েছে।’ ঈদসেলামি প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ফিফটি কে (৫০ হাজার) টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

pritom hasan

এখনও নতুন সংসার গুছিয়ে উঠতে পারেননি প্রীতম-শেহতাজ। তাই বাবার বাড়িতেই আছেন শেহতাজ। আর প্রীতম আছেন নিজের বাসায়। ঈদের দিন সকাল থেকে স্বামীর অপেক্ষায় ছিল শেহতাজ। কিন্তু স্টুডিওতে কজে ব্যস্ত ছিলেন প্রীতম। তাই শ্বশুরবাড়ি যেতে যেতে বিকেল। শেহতাজ ভেবেছিলেন প্রীতম এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু চাইতে হয়নি। তার আগেই তাকে অবাক করে ঈদ সালামি স্বরূপ প্রীতম গুঁজে দেন পঞ্চাশ হাজার।

গত বছর বিয়ে করেছেন প্রীতম-শেহতাজ। কয়েকবছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতম ও শেহতাজ। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর