অমিতাভ বচ্চনের নাতনি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকন্যা আরাধ্যার নামে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে এক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বচ্চন পরিবার। বুধবার দিল্লি হাইকোর্টে এই ধরনের ঘটনায় আইনের সাহায্যে চাইলেন ঐশ্বরিয়া ও অভিষেক। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য নিয়ে মিথ্যা খবর প্রচারিত হয়। এই ধরনের খবরের বিরুদ্ধে আইনের হস্তক্ষেপ দাবি করেছে বচ্চন পরিবার।
মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেলের শিকার হতে হয় আরাধ্যা বচ্চনকে। এর আগেও ট্রলারদের একহাত নিয়েছিলেন অভিষেক বচ্চন। তবে সেই প্রতিবাদের ফলেও যে কিছু হয়নি তার প্রমাণ এই ধরনের ভুয়া খবর ছড়ানোর মধ্যে দিয়েই বোঝা যায়। আগামী ২০ তারিখ এই মামলার শুনানি রয়েছে।
বিজ্ঞাপন
মেয়েকে নিয়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। রেড কার্পেটে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না ঐশ্বর্য রাই বচ্চনের। নেটিজেনদের একাংশের নিন্দার পাত্রী হতে হল তাকে। শুধু তাকেই নয় ছোট্ট আরাধ্যা বচ্চনকেও। কেন? কী অপরাধে ভার্চুয়াল জগতে কাঠগড়ায় দাঁড়াতে হল প্রাক্তন বিশ্বসুন্দরীকে? কারণ, যে মেয়েকে যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছেন, ভালবেসে তার ঠোঁটে চুম্বন করেছিলেন। আর সে ছবি আপলোড করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেই ছবি নিয়েও ট্রেলড হতে হয়েছিল ছোট্ট আরাধ্যাকে।

