মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে মডেলদের দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউডের কাস্টিং ডিরেক্টর ও অভিনেত্রী আরতি মিত্তলকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয় ও মডেলিং করতেন আরতি। এরপর বেশ কিছুটা পুঁজি সঞ্চয় করে নতুন কিছু শুরুর পরিকল্পনা করেন। আর সেই চিন্তাভাবনা থেকেই খুলে ফেলেন ‘প্ল্যান্টাস্টিক ফিল্মস’ নামের এক কাস্টিং সংস্থা।


বিজ্ঞাপন


এরপর মডেলিং ও টুকটাক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সিরিয়াল ও ছোট বাজেটের ছবির জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের কাজও শুরু করেন আরতি। কিন্তু অভিযোগ উঠেছিল বলিউডে সুযোগ দেওয়ার নাম করে মেয়েদের দেহব্যবসার ফাঁদে ফেলেন আরতি।

ভারতীয় পুলিশ আধিকারিক মনোজ সুতার গোপন সূত্র মারফত দেহব্যবসার চক্রের খোঁজ পান। এরপর একটি দল গঠন করে তদন্ত শুরু করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেই তদন্তেই এই চক্রের মাথা হিসাবে আরতির নাম উঠে আসে।

এরপর আরতিকে গ্রেফতারের ফাঁদ পাতেন মনোজ। আরতিকে ফোন করে জানান, তার দুই বন্ধুর জন্য দু’জন এসকর্ট লাগবে। এ কথা শুনে দুই মডেল এসকর্ট জোগাড় করে দেওয়ার বদলে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। এ-ও দাবি করেন, কেবল জুহু বা গোরেগাঁওয়ের কোনও হোটেল ভাড়া করলে তবেই মিলবে পরিষেবা। এরপর ওই তরুণীদের নিয়ে এলেই আরতিকে আটক করে পুলিশ।

এ প্রসঙ্গে দিন্দোশি থানার এক পুলিশ অফিসার বলেন, ‘মডেল-অভিনেত্রীদের দেহব্যবসা করিয়ে অর্থ উপার্জনের জন্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর