টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে ইন্ডাস্ট্রির ‘হেভিওয়েট’দের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের বিরুদ্ধে। ঋতুপর্ণা-প্রসেনজিতের ‘প্রেম’ নাকি তার ক্যারিয়ারের কাঁটা হয়েছিল। সেইসময় শ্রীলেখার মন্তব্য নিয়ে কম শোরগোল পড়েনি। তবে ব্যক্তিগত সেই বিরোধ ভুলে আচমকাই শ্রীলেখার মুখে প্রসেনজিৎ স্তুতি!
নতুন বাংলা বছর শুরুর আগের দিন শ্রীলেখা জব্বর প্রশংসা করলেন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া প্রসেনজিতের নতুন সিরিজ ‘জুবিলি’র। এই সিরিজের ভাবনা বিক্রমাদিত্য মোতওয়ানি ও সৌমিক সেনের। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানি। শ্রীলেখার কথায়, ‘জুবিলি’ একটি ‘মাস্টারপিস’।
বিজ্ঞাপন
এই সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চল্লিশ ও পঞ্চাশের দশকের এক নামী প্রযোজক ও পরিচালক শ্রীকান্ত রায়ের চরিত্রে চমকে দিয়েছেন বুম্বাদা। সেই চমক অধরা থাকল না শ্রীলেখার চোখেও। একটানা সিরিজটি দেখা শেষ করে শ্রীলেখার প্রতিক্রিয়া, ‘এই সিরিজ একটা মাস্টারপিস, সব দিক থেকে। চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইনিং—সবকিছু দুর্দান্ত। আর দুর্দান্ত কাস্টিং। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হ্যাঁ, ঠিকই পড়ছেন। টলিউডের ভীষণ আপন বুম্বাদার স্ক্রিনে উপস্থিতি দাগ কাটল। তার সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তাই বলে অভিনেতা প্রসেনজিতের প্রশংসা করা থেকে আমি পিছপা হব না। এটা অভিনেতা হিসেবে অপর এক অভিনেতাকে বার্তা, যে নিজের উপস্থিতি দিয়েই কাঁপিয়ে দিয়েছেন।’
এরপর শ্রীলেখা জানালেন, এই সিরিজের কোন অভিনেতা তার মন এক ঝটকায় চুরি করে নিয়েছেন। সিরিজে জয় খান্নার চরিত্রে অভিনয় করা সিদ্ধান্ত গুপ্তায় মুগ্ধ শ্রীলেখা লেখেন, ‘প্রথম থেকেই ছেলেটা আার মন চুরি করে নিয়েছে। এ ছাড়া অপরাশক্তি খুরানা, অদিতি রাও হায়দারি, ওমিকা গাব্বি সবাক কাজ দুর্দান্ত, সবাই অসাধারণ, অবশ্যই প্রত্যেকের দেখা উচিত।
শ্রীলেখার এই পোস্টের জেরে নতুন করে ফের চর্চায় প্রসেনজিৎ-শ্রীলেখার সম্পর্কের সমীকরণ। শ্রীলেখার স্বজনপোষণের অভিযোগ নিয়ে জি-চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস কয়েক আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, শ্রীলেখার আমার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান! ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে সম্মান করি ও সেটা জানে। সে আমায় রেসপেক্ট করে, এটা হয়তও কোনো অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনো রাগ, দুঃখ নেই। ও শক্তিশালী অভিনেত্রী।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হিসাবে ‘অন্নদাতা’ ছবিতে কাজ করেছিলেন শ্রীলেখা। অন্যতম ব্যবসা সফল ছবি এটি। এ ছাড়াও ‘মধু মালতি’ ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্রীলেখা।

