নববর্ষের ঠিক আগের দিন রক্তাক্ত হতে হলো টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এটি কোনো সিনেমার ঘটনা না, বাস্তবেই শারীরিকভাবে আহত হয়েছেন মিমি। ঘটনাটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।
চৈত্রের শেষ দিনে যখন সবাই ব্যস্ত নতুন বছরের কেনাকাটা করতে ঠিক তখনই নায়িকার বাড়িতে ঘটেছে অঘটন। মাটিতে ছোপ ছোপ রক্তের দাগ। মিমির ইনস্টাগ্রামের স্টোরিতে তা দেখে আঁতকে উঠেছেন সবাই।
বিজ্ঞাপন
এর আগে মিমি ইনস্টাগ্রামে আম খাওয়ার ছবি দিয়েছিলেন। লোভনীয় আমের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, ‘এই আম দেখেই খেতে ইচ্ছে করছে।’ এরপরই মিমি কাটা হাতের ছবি দেন।
ছবি দেখে বোঝা যাচ্ছে, তার আঙুল এমনভাবই কেটেছে যে ক্ষত অনেকটা গভীর। রক্ত যেন বন্ধ হতেই চাইছে না। শেষে বরফে আঙুল ডুবিয়ে বসেছিলেন নায়িকা। এমন ছবি দেখে মন খারাপ মিমির ভক্তদের।
তবে কি চৈত্রের গরমে আম কাটতে গিয়ে হাত কেটেছে মিমির? সেই ছবিই কি ভাগ করে নিয়েছেন নেট দুনিয়ায়? এ বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

