রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

বলিউডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

বলিউডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সালমান খান
সালমান খান । ছবি: সংগৃহীত

সম্প্রতি মুম্বাইয়ের গণমাধ্যমগুলোর সামনে হাজির হয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। উপলক্ষ ছিল গডফাদার শিরোনামের তেলেগু চলচ্চিত্রে নাম লেখানো প্রসঙ্গে কথা বলা।

দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের এই চুলবুল পান্ডে দক্ষিণী সিনেমার বেশকিছু রিমেকে অভিনয় করলেও গাডফাদার চলচ্চিত্রটির মাধ্যমে এবারই প্রথম সেখানকার কোনো সিনেমায় নাম লেখালেন। আর দক্ষিণী সিনেমায় নিজের এই নাম লেখানো নিয়ে কথা বলতে গিয়েই গণমাধ্যমের নিকট দক্ষিণী সিনেমার প্রশংসার পাশাপাশি বলিউড নিয়ে শংকা প্রকাশ করেন সালমান খান।


বিজ্ঞাপন


Salman Khan

তিনি বলেন, ‘দক্ষিণ ভারত আমাদের ভাবনা নিয়ে সিনেমা বানিয়ে আমাদেরই গোল দিয়ে যাচ্ছে! কবে বুঝব আমরা?’

বিশ্বের অন্যতম বিনোদন দুনিয়া বলিউড নিয়ে এমন শংকা প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে শুধু বসে থাকেননি সালমান। নিজের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি নিজেই। আর সে উত্তর দিতে গিয়ে বলিউডি সিনেমার ব্যর্থতার দায়টা চাপিয়েছেন হিন্দি সিনেমার নির্মাতাদের কাঁধে।

বি-টাউনের এই ভাইজান বলেন, ‘বলিউডে যারা সিনেমা বানাচ্ছেন তারা মূলত মুম্বাইয়ের মানুষজনের কথা মাথায় রেখেই সিনেমা বানাচ্ছেন। ফলস্বরূপ তাদের সিনেমাগুলো বান্দ্রা থেকে ওই আন্ধেরীর সীমানার মধ্যেই আটকে থাকছে।’


বিজ্ঞাপন


তবে নির্মাতাদের কাঁধে শুধু দায় চাপিয়েই নিজের বক্তব্য শেষ করেননি সালমান খান। সেই সঙ্গে বাতলে দিয়েছেন এই মন্দাবস্থা থেকে উত্তরণের পথও।

Salman Khan

সালমান আরও বলেন, ‘দক্ষিণী সিনেমা ভালো করার অন্যতম কারণ হলো হিরোইজম। আর বলিউডেরও এই বিষয়টি মাথায় রেখে চলা উচিত। তার মতে বড় পর্দার জীবনকে ব্যক্তিজীবনের মতো দেখালে চলবে না। বড় পর্দায় জীবনকে দেখাতে হবে আরও রঙিন আরও ঝলমলে। আর তবেই না উদ্দেশ্য সফল হবে, হলমুখী হবে দর্শক।’  

নিজের এই মতামতের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন এই নায়ক। এই যুক্তি দিতে গিয়ে তিনি নিজেকেই একমাত্র নায়ক বলে দাবি করেন, যিনি কি না আজও এই ধারা মেনে সিনেমা বানিয়ে যাচ্ছেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হিরোইজমের ওপরও সমান গুরুত্বারোপ করে সালমান প্রশংসা করেন রাম চরণের। তিনি মনে করেন, বিনোদন দুনিয়ায় আলোড়ন তৈরি করা সদ্য মুক্তিপ্রাপ্ত আরআরআর সিনেমার সাফল্যের অন্যতম কারণ হলো রাম চরণের হিরোইজম।

Salman Khan

সিনেমাটি প্রসঙ্গে সালমান বলেন, ‘খুব ভালো কাজ করেছেন রাম চরণ। এইতো সেদিন ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম, ওর কাজেরও প্রশংসা করলাম।’

বলিউড ভিত্তিক এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলেগু সিনেমার জনপ্রিয় তারকা চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা গডফাদার -এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাল্লু ভাই। এরমাধ্যমে দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকাকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে।

রারা/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর