জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। শ্রোতাপ্রিয় গান উপহারের মধ্য দিয়ে দেশের সংগীতাঙ্গনে খ্যাতি অর্জন করেছেন।
এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন ১০ গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীতশিল্পী ও সুরকার। ১০ গানের মধ্যে উল্লেখযোগ্য—আর এ আশরাফুলের কথায় ও শোভন রয়ের সুর-সংগীতে ‘হইলে বধু মন্দ হবে না’, যা কাজী শুভ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। প্রসেনজিত মন্ডলের কথায় ও শোভন রয়ের সুর, সংগীতের ‘তোমায় ভালোবাসি কন্যা’ প্রকাশ পাবে এম এম প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলে। দেলওয়ার আরজুদা সরফর কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সংগীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সংগীতায়োজনে পাগল ‘বানাইলি’সহ অসাধারণ কথামালার নতুন দশটি গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
বিজ্ঞাপন
নতুন দশ গান নিয়ে কাজী শুভ বলেন, ঈদ খুশির দিন। আর এই খুশিটাকে আরও বৃদ্ধি করতে চেষ্টা করেছি ভালো কিছু দর্শক শ্রোতাদের মাঝে উপহার দেওয়ার। নতুন দশটা গানের মধ্যে অধিকাংশই একটু জমজমাট ড্যান্স মুডের গান। আশা করি এবারের ঈদে এই গানগুলো শ্রোতাদের জন্য একটা বাড়তি আনন্দ দেবে।

