সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় উঠেছিল রিয়া চক্রবর্তীর জীবনে। এমনকি তাকে জেলও খাটতে হয়েছিল। নেটিজেনরা তো সুশান্তের মৃত্যুকে টেনে রিয়ার নাম দিয়েছিলেন ডাইনি! তবে এসব এখন অতীত। রিয়া কিন্তু সব ঝড় কাটিয়ে ফের নিজের পায়ের জমি শক্ত করতে প্রস্তুত। আর তাই তো অতীতের তিক্ত অভিজ্ঞতাকে ভুলিয়ে রিয়া ফিরছেন একেবারে নতুন অবতারে! সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রিয়া লিখলেন, কী ভেবেছিলেন আপনারা সবাই? আমি আর ফিরব না? ভয় পেয়ে যাব? এবার ভয় পাবে অন্য কেউ!
তা কী অবতারে ফিরছেন রিয়া? জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ আসছে একেবারে ভোল পাল্টে। নতুন রোডিজের সঞ্চালক হচ্ছেন সোনু সুদ। আর সেখানেই গ্যাংলিডারের একজন হতে চলেছেন রিয়া। সঙ্গে প্রিন্স নারুলা। যে ছোটপর্দা থেকে রিয়ার ক্যারিয়ার শুরু, সেই ছোটপর্দাতেই ফিরছেন রিয়া।
বিজ্ঞাপন
২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। সে বছরের ৮ সেপ্টেম্বর মাদকযোগের অভিযোগে রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। ৬ অক্টোবর মুম্বইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়। সেই সব পুরনো ক্ষতকে গোপন করে নতুন লড়াইয়ের জন্য তৈরি রিয়া।

