রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাঁচ বছর একই প্যান্ট পরছেন সাইফ, জানালেন কারিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

পাঁচ বছর একই প্যান্ট পরছেন সাইফ, জানালেন কারিনা

বলিউডের একমাত্র নবাব সাইফ আলি খান। পাতৌদির অভিজাত নবাব বংশের একমাত্র উত্তরাধিকারী তিনি। অভিনয়ে পা রাখলেও ইন্ডাস্ট্রিতে তার আলাদাই খাতির। অভিনেতার দৌলতে স্ত্রী কারিনা কাপুর খানও বেগম সাহেবা হয়ে গেছেন। কিন্তু অদ্ভুতভাবে আসল নবাবের নাকি নবাবি চালচলনই নেই!

ফ্যাশন চয়েজের জন্য বেশ পরিচিতি আছে কারিনার। অন্যদিকে সাইফ একেবারে বিপরীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার স্বামী নাকি গত পাঁচ বছর ধরে একই প্যান্ট পরে চলেছেন। তিনি না বললে নতুন প্যান্ট কেনেন না। ছেঁড়া ফুটিফাটা টি-শার্ট পরে ঘুরে বেড়ান। তবুও নতুন কেনেন না। যদিও এই মানুষটাই কারিনার কাছে সবথেকে বেশি স্টাইলিশ।


বিজ্ঞাপন


এর আগেও সাইফের স্টাইল নিয়ে মন্তব্য করেছিলেন কারিনা। তিনি জানিয়েছিলেন, একজন স্টাইলিস্ট অভিনেতাকে যা পরতে দেবেন, তিনি তার বিপরীতটা পরে বসে থাকবেন। সাইফ নাকি জন্মগতই স্টাইল সচেতন। তার পছন্দ বেশ অন্যরকম।

তবে পোশাক সাধারণ পরলেও সম্পত্তিতে কিন্তু তিনি আক্ষরিক অর্থেই নবাব। সাইফের আসল সম্পত্তি হলো পতৌদি প‍্যালেস। তবে পৈতৃক সূত্রে এই সম্পত্তি পাননি তিনি। অনেক কাঠখড় পুড়িয়ে, টাকা খরচ করে তবে অভিজাত প‍্যালেসটি বানাতে পেরেছেন। এই প‍্যালেসের বর্তমান দাম প্রায় ৮শ’ কোটি রুপি। আর সাইফের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক এক হাজার এক শ ৮০ কোটি রুপি। নবাব-বেগম দুজনে মিলে সম্পত্তির নিরিখে যে অনেক তারকাকে টেক্কা দিতে পারবেন তা বলা বাহুল‍্য।

কারিনাকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। ডাহা ফ্লপ হয়েছিল ছবিটি। তারপর আর কোনো নতুন প্রজেক্টের ঘোষণা করেননি অভিনেত্রী। অন্যদিকে সাইফকে আগামীতে দেখা যাবে ‘আদিপুরুষ’ ছবিতে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর