পর্দার বাইরে অনুরাগীদের প্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দুজনকে নিয়ে ভক্তদের আদিখ্যেতার শেষ নেই। তারাও চুটিয়ে করে যাচ্ছিলেন প্রেম। এরপরই শোনা যায় লিভ ইন করছেন তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাশমিকা।
নিজের জন্মদিনে হঠাৎ লাইভে আসেন রাশমিকা। অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়ে অনুরাগীদের পাল্টা ধন্যবাদ জানাতেই লাইভে আসা অভিনেত্রীর। সেখানে আশপাশের পরিবেশ দেখে অনেকেরই ধারণা, বিজয়ের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। এমনকি, যে আংটি বিজয় পরেন, সেটাই পরেছেন নিজের আঙুলে। দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি। খবর রটে যায় একত্রবাস শুরু করেছেন এই যুগল। রীতিমতো সংবাদ শিরোনামে চলে আসে এই বিষয়। বাধ্য হয়ে মুখ খোলেন রাশ। টুইটে লেখেন, ‘‘এত বেশি ভেবে ফেলবেন না।’’
বিজ্ঞাপন
এদিকে শোনা যাচ্ছে, এবারের জন্মদিনে রাশ্মিকাকে শুভেচ্ছা পাঠাননি বিজয়। এতে অনেকের মনে উঁকি দিয়েছে সন্দেহ। তারা ভাবছেন, তবে কি গুঞ্জনটি সত্যি? বিজয়ের সঙ্গে সম্পর্কে নেই রাশ মিকা। কিছুদিন ধরে এমন গুঞ্জনই রটছে।
শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। ধারণা করা হচ্ছে, একে অপরকে ‘ডেট’ করছেন তারা। দিন কয়েক আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।