সুস্মিতা সেন মাসখানেক আগে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়া ও অ্যাঞ্জিওপ্লাস্টির খবরে মন ভারাক্রান্ত হয়েছিল একাংশের। যদিও এখন ধীরে ধীরে বিপদ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। ফিরেছেন স্বাভাবিক জীবনে। আর এই লড়াইয়ে পাশে পেয়েছেন একসময়ের ভালোবাসার মানুষ রোমান শলকে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার কিছু ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যাতে দেখা পাওয়া গেল প্রাক্তন প্রেমিকেরও।
একটি ভিডিওতে দেখা গেল স্ট্রেচিং করার পর একে-অপরের দিকে তাকিয়ে হাসেন সুস্মিতা আর রোমান। তারপর একে-অপরকে হাই ফাইভ দেন। আরেকটি ক্লিপে রোমান আর সুস্মিতার সঙ্গে যোগ দেন আলিশাও।
বিজ্ঞাপন
সুস্মিতার এই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তুললেন তবে কি রোমানের সঙ্গে সব ঠিক হয়ে গিয়েছে? একজন মন্তব্য করেছেন, ‘আপনি ওকে বিয়ে করুন প্লিজ’। আরেকজন লিখলেন, ‘তোমাকে আর রোমানকে আমার একসঙ্গে পারফেক্ট লাগে। তোমরা একসঙ্গেই থাকো প্লিজ।’
২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই প্রেম কাহিনির। ২০২২ সালের শেষে ইনস্টাগ্রামেই বিচ্ছেদের ঘোষণা করেন সুস্মিতা। সেই সময় অভিনেত্রী লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল। ভালোবাসা এখনও আছে।’
এরপর সুস্মিতা আর লোলিত মোদীর সম্পর্কের খবর কানে আসে। ললিত এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুধু নয়, দুজনের বেশকিছু ঘনিষ্ঠ ছবিও দেন। তবে সুস্মিতা সেই সম্পর্কে হ্যা বা না কোনোটাই করেননি। সেইসময় নিজের টুইটারের ডিপিতেও সুস্মিতার সঙ্গে ছবি রেখেছিলেন ললিত। যদিও মাসখানেকের মধ্যেই তা সরিয়ে ফেলেন। আপাতত এই সম্পর্ক নিয়ে আর উচ্চবাচ্য নেই কোনো তরফেই।

